প্রশ্ন
আমার পাশের দোকান বিক্রি হচ্ছে। আমি কি তার প্রি-এমশন দাবি করতে পারব?
উল্লেখ্য, বর্তমানে আমি যে দোকান চালাচ্ছি, সেটার মালিক আমি নই। বরং তা ভাড়া নিয়ে চালাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, ভাড়াটিয়ার জন্য প্রি-এমশন (ক্রয়ের অগ্রাধিকার) সাব্যস্ত হয় না। অতএব ঐ দোকান ক্রয় করতে চাইলে সমঝোতার মাধ্যমে ক্রয় করতে হবে।
বাদায়েউস সানায়ে ৪/১১২, ফিকহুল বুয়ু ১/২৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم