প্রশ্ন
আমি একবার কঠিন রোগে আক্রান্ত হয়েছিলাম। তখন আমি মান্নত করেছিলাম, যদি আল্লাহ তাআলা আমাকে এই রোগ থেকে সুস্থতা দান করেন তাহলে আমাদের মসজিদে একটি আই.পি.এস. দান করবো। আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। কিন্তু এখন আমাদের মসজিদে আই.পি.এসের দরকার নেই। তাই আমি কি সেটা আমাদের পাশের মসজিদে দিতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, পাশের মসজিদে দান করলেও আপনার মান্নত আদায় হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে-
عَنْ جَهْمٍ الْبَكْرِيِّ ، أَنَّ رَجُلاً نَذَرَ أَنْ يَنْحَرَ بدنة بِالْكُوفَةِ فَسَأَلَ ابْنَ مَسْعُودٍ ، فَقَالَ : انْحَرْهَا حَيْثُ شِئْت
‘জাহম আলবাকরী বলেন: এক ব্যক্তি মান্নত করেছিল যে, কুফায় একটি বাদানা জবাই করবে। ইবনে মাসউদ (রা.)কে জিজ্ঞাসা করলে তিনি বলেন: তুমি যেখানে ইচ্ছা সেখানে জবাই কর।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১৫৬৪২]
আল বাহরুর রায়েক ৪/৪৯৩, বাদায়েউস সানায়ে ৪/২২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم