প্রশ্ন
আমাদের প্রতিবেশী জনাব খালেদ সাহেব কুরবানির উদ্দেশ্যে একটি খাসি ক্রয় করেন। ঘটনাক্রমে কুরবানীর আগের দিন গাড়ি এক্সিডেন্টে তিনি ইন্তেকাল করেন। কুরবানির জন্য ক্রয়কৃত খাসিটি এখন কি করতে হবে দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত পশুটি মিরাসের অন্তর্ভুক্ত। অতএব মৃতের ওয়ারিশগণ উত্তরাধিকার সম্পদ হিসেবে বন্টন করে নিতে পারে। অথবা সকল ওয়ারিশ প্রাপ্তবয়স্ক হলে সকলের সম্মতিক্রমে মৃতের পক্ষ থেকে কুরবানিও করতে পারে। এতে মৃত ব্যক্তি কুরবানির সওয়াব পেয়ে যাবে।
উল্লেখ্য, এক্ষেত্রে উক্ত কুরবানির গোশত সদকা করা জরুরি নয়। বরং সাধারণ কুরবানির ন্যায় তিন ভাগ করে একভাগ খাওয়া, একভাগ আত্মীয়-স্বজনকে দেয়া ও একভাগ গরীবদের মাঝে বন্টনের পদ্ধতি অবলম্বন করতে পারবে।
ফাতাওয়ায়ে কাযীখান ৩/২৪৪, ফাতাওয়ায়ে হিন্দিয়া ৫/৩৪৩, রদ্দুল মুহতার ৯/৪৭১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم