প্রশ্ন
কারও উপর যদি গোসল ফরজ থাকে সে অবস্থায় কি সে তার ওজীফা আদায় করতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যা, গোসল ফরজ থাকাবস্থায় কুরআন তেলাওয়াত করা যাবে না। তবে অন্যান্য দোয়া-দুরুদ পড়া যাবে।
عن ابن عباس : أنه كان يقرأ ورده وهو جنب
‘ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি গোসল ফরজ থাকাবস্থায় তার ওজীফা আদায় করতেন।’ [আল আওসাত ইবনে মুনযার ২/২২১]
তবে সে ক্ষেত্রেও সুযোগ থাকলে ওজু করে নেওয়া উত্তম।
ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৯৩, আদ্দুররুল মুখতার ১/৪৮৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم