প্রশ্ন
আমি যদি শাওয়ালের ছয় রোজা রাখার সময় আমার কাযা রোজা রাখারও নিয়ত করি তাহলে কি আমার উভয় রোজা আদায় হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাযা রোজা এবং নফল রোজা উভয়টি স্বতন্ত্র রোজা। একসাথে উভয়টি আদায় করা যায় না।
তাই আপনি যদি কাযা ও নফল রোজা একসাথে আদায় করার নিয়ত করে থাকেন তাহলে আপনার শুধু কাযা রোজা আদায় হবে। নফল আদায় হবে না। নফলের জন্য ভিন্নভাবে রোজা রাখতে হবে।
আলআশবাহ ওয়ান নাযায়ের, পৃ. ৪০-৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم