প্রশ্ন
জনাব রশিদ সাহেব মৃত্যুর পূর্বে তার পক্ষ থেকে বদলি হজ আদায়ের ওসিয়ত করে যান। এ বছর তার একমাত্র ছেলে হজে যাচ্ছে। তিনি তার পিতার বদলি হজ করার জন্য তার বোনকে নিয়ে যেতে চাচ্ছেন। জানতে চাই পুরুষের বদলি হজ মহিলা আদায় করতে পারবে কিনা?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামীর অনুমতিক্রমে মাহরামের সাথে মহিলাও বদলি হজ করতে পারবে। তবে পুরুষের মাধ্যমেই বদলি হজ করানো উত্তম। হাদিস শরিফে এসেছে-
فقالت: يا رسول الله إن فريضة الله على عباده في الحج أدركت أبي شيخا كبيرا لا يستطيع أن يثبت على الراحلة أفأحج عنه؟ قال : نعم وذلك في حجة الوادع
‘এক মহিলা রাসূল (সা.) এর কাছে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ! আমার পিতার উপর হজ্ব ফরজ হয়েছে। কিন্তু তিনি অতিবৃদ্ধ। বাহনে চড়তে পারেন না। আমি কি তার পক্ষ থেকে হজ্ব করতে পারব? তিনি উত্তর দিলেন: হ্যা, পারবে।’ [মুয়াত্তা মুহাম্মদ ৪৮০]
আদ্দুররুল মুখতার ৪/২১, ফাতহুল কাদির ৩/১৫১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم