প্রশ্ন
অনেক রাজনৈতিক নেতাকে দেখা যায় মৃত্যুর পর কফিনসহ দাফন করা হয়। জানতে চাই এভাবে কফিনসহ দাফন করা কি জায়েজ আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় কফিনসহ দাফন করা নাজায়েজ। হাদিস শরিফে এসেছে
عن إسماعيل بن محمد بن سعد قال قيل لسعد نجعل لك خشبا ندفنك فيه فقال لا
‘ইসমাঈল ইবনে মুহাম্মাদ ইবনে সাদ বলেন: সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)কে জিজ্ঞাসা করা হল, আপনার দাফনের জন্য কি আমরা কোন কাঠের বাক্স তৈরি করে নিব? তিনি বললেন: না।’ [আত তাবাকাতুল কুবরা ২/২২৬]
তবে হিংস্র প্রাণী বা অন্য কিছুর আক্রমণের আশঙ্কা হলে কিংবা মাটি কাদাযুক্ত বা অতিরিক্ত নরম হলে যেখানে স্বাভাবিকভাবে দাফন করা সম্ভব হয় না সেক্ষেত্রে কফিনসহ দাফন করা জায়েজ।
আল মুহিতুল বুরহানী ২/৩২৩, রদ্দুল মুহতার ৩/১৩৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم