প্রশ্ন
অনেকের অভিভাবক সন্তানের বয়স কম দেখানোর জন্য এবং বিভিন্ন সরকারি চাকরিতে সুবিধা লাভের জন্য জন্মনিবন্ধন ও সার্টিফিকেটে মিথ্যা লিখে থাকে। এটি কি জায়েয আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মিথ্যা সর্বাবস্থায় মিথ্যা। এটি কখনো বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ
‘মুনাফিকের আলামত তিনটি। কথা বললে মিথ্যা বলে। ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৩]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেন-
أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا ، وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا وببيت في أعلى الجنة لمن حسن خلقه
‘যে ব্যক্তি মিথ্যা কথা ত্যাগ করে এমনকি দুষ্টামি করেও মিথ্যা কথা বলে না তার জন্য আমি জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদারি গ্রহণ করছি।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮০০]
তাই উক্ত কারণেও জন্ম তারিখের ক্ষেত্রে মিথ্যা তারিখ লেখা জায়েয হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم