প্রশ্ন
নারীদের লাশ কি পুরুষরা কবরে রাখতে পারবে না নারীদেরকে কবরে রাখতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নারীদের লাশও পুরুষরাই কবরে রাখবে। যদি মাহরাম থাকে তাহলে তারা কবরে নামাবে। আর যদি মাহরাম না পাওয়া যায় তাহলে গায়রে মাহরামও কবরে রাখতে পারে।
বিভিন্ন নারী সাহাবির লাশ পুরুষগণই কবরে রেখেছেন। ইবনুল আসীর (রহ.) বলেন-
ونزل في قبرها خمسة عبد الله وعروة ابنا الزبير والقاسم بن محمد بن أبي بكر وعبد الله بن محمد بن أبي بكر وعبد الله بن عبد الرحمن بن أبي بكر
‘আয়েশা (রা.) কে দাফনের জন্য তার কবরে নেমেছিলেন পাঁচ জন। আবদুল্লাহ ইবনে জুবাইর, উরওয়া ইবনে জুবাইর, কাসেম ইবনে মুহাম্মাদ ইবনে আবু বকর, আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবু বকর, আবদুল্লাহ ইবনে আবদুর রহমান ইবনে আবু বকর (রহ.)।’ [উসদুল গাবাহ ৭/২০৮]
আলবাহরুর রায়েক ২/১৯৩, ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم