প্রশ্ন
আমি জানতে চাচ্ছি, একজন নারী হিসেবে তার উপর সর্বাধিক অধিকার কার?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার এই প্রশ্নটিই উম্মুল মুমিনীন আয়েশা (রা.) রাসূল (সা.)-কে করেছিলেন। তাই আমরা সরাসরি হাদিস থেকেই উক্ত প্রশ্নটির উত্তর তুলে দিচ্ছি। হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) বলেন-
سألت النبي صلى الله عليه وسلم أي الناس أعظم حقا على المرأة قال زوجها
‘আমি নাবি (সা.)কে জিজ্ঞাসা করলাম, নারীর উপর কার হক সবচেয়ে বেশি? তিনি বললেন: তার স্বামীর।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৭২৪৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم