প্রশ্ন
শুনেছি, শবে কদরের অনেক ফযিলত রয়েছে। তাই জানতে চাচ্ছি, শবে কদর কোন দিন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রমজানের শেষ দশকের যে কোন বেজোড় রাত্রিতে শবে কদর হতে পারে। এর কোন সুনির্দিষ্ট দিন ঠিক করে দেওয়া হয়নি। হাদিস শরিফে এসেছে-
وَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا… فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَالْتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ
‘রাসূল (সা.) বলেন: আমাকে শবে কদর সম্পর্কে অবগত করানো হয়েছিল। এরপর তা ভুলিয়ে দেওয়া হয়েছে।… সুতরাং তোমরা শেষ দশকের বেজোড় রাত্রিতে শবে কদর খোঁজ কর।’ [সহিহ বুখারি, হাদিস: ২০২৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم