প্রশ্ন
আমাদের এলাকায় এক গরীব লোক মারা গেছে। তার কাফন-দাফনের জন্য কিছু লোক টাকা উঠিয়েছে। আমার কাছে টাকা চাইলে আমি আমার যাকাতের টাকা থেকে কিছু টাকা দেই। আমি জানতে চাচ্ছি, এ টাকা দ্বারা কি আমার যাকাত আদায় হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাকাতের ক্ষেত্রে শর্ত হল যাকে দান করা হবে তাকে মালিক বানিয়ে দিতে হবে। মৃত ব্যক্তি কোন কিছুর মালিক হতে পারে না। তাই তার কাফন-দাফনের ক্ষেত্রেও যাকাতের টাকা ব্যবহার করা যাবে না।
সুফিয়ান সাওরী (রহ.) বলেন-
ولا يعطيها في كفن ميت، ولا دين ميت
‘কেউ মৃত ব্যক্তির কাফনে কিংবা মৃত ব্যক্তির ঋণ পরিশোধে যাকাতের মাল খরচ করতে পারবে না।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৭১৭০]
সুতরাং আপনার উক্ত টাকা দ্বারা যাকাত আদায় হয়নি। সে পরিমাণ টাকা যাকাত হিসেবে পুনরায় আদায় করতে হবে।
উল্লেখ্য, এ ধরনের কাজে যাকাতের টাকা ছাড়া অন্যান্য নফল দান করা মুসলমানদের কর্তব্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم