প্রশ্ন
মৃত ব্যক্তির ঋণ পরিশোধে যাকাত দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, মৃত ব্যক্তির ঋণ পরিশোধে যাকাতের টাকা দেওয়া যাবে না।
সুফিয়ান সাওরী (রহ.) বলেন-
ولا يعطيها في كفن ميت، ولا دين ميت
‘কেউ মৃত ব্যক্তির কাফনে কিংবা মৃত ব্যক্তির ঋণ পরিশোধে যাকাতের মাল খরচ করতে পারবে না।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৭১৭০]
কেউ যদি আদায় করেও ফেলে তাহলে তার পুনরায় যাকাত আদায় করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم