প্রশ্ন
আমার আপন ছোট বোনের বিয়ে হয়ে গেছে। তারা খুবই দরিদ্র। আমি যদি আমার যাকাতের টাকাটা তাকে দিই এতে কি যাকাত আদায় হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি আপনার ছোট বোন যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে আপনি তাকে যাকাত দিতে পারবেন। বরং তাকে যাকাত দেওয়াই উত্তম হবে। কারণ এতে যাকাতও আদায় হবে আবার আত্মীয়তার সম্পর্কও রক্ষা হবে।
ইকরিমা (রহ.) বলেন-
عكرمة يقول : تعطى زكاة مالك ذوي قرابتك ، فإن لم يكونوا فمواليك ، فإن لم يكونوا فجيرانك
‘তুমি তোমার যাকাত নিকটাত্মীয়দের দিবে। যদি এমন কেউ না থাকে তাহলে আযাদকৃত গোলামদেরকে দিবে। যদি তাও না থাকে তাহলে তোমার প্রতিবেশীদের দিবে।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৭১৬০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم