প্রশ্ন
কোন কোন এলাকায় প্রচলন রয়েছে, বিয়ের মজলিসে বর ও কণেকে সকলের সামনে কালেমা পড়ানো হয়। শরিয়তের দৃষ্টিতে এর বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়ের মজলিসে কালেমা পড়ানোর রীতি কুরআন-হাদিসের কোথাও পাওয়া যায় না। সাহাবা-তাবেয়িনের যুগেও এর কোন দৃষ্টান্ত পাওয়া যায় না।
বিয়ে সহিহ হওয়ার জন্য সাক্ষীদের সম্মুখে ইজাব-কবুলই যথেষ্ট। এ ছাড়া অন্য কোন নিয়মের কথা কুরআন-হাদিসে নেই। হাদিস শরিফে রয়েছে, রাসূল (সা.) বলেন:
مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ
‘যে আমাদের দ্বীনের মধ্যে কোন কিছু আবিষ্কার করবে তা প্রত্যাখ্যাত হবে।’ [সহিহি বুখারি, হাদিস: ২৬৯৭]
সুতরাং কালেমা পড়ানোর এ প্রথা বর্জনীয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم