প্রশ্ন
রোজা অবস্থায় আমার সামান্য বমি এলে আমি তা গিলে ফেলি। এতে কি আমার রোজা ভঙ্গ হয়ে গেছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, রোজা অবস্থায় যদি কারও মুখে সামান্য বমিও চলে আসে আর সে তা ইচ্ছাকৃত গিলে ফেলে তাহলে এর কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে।
ইবনু আব্বাস (রা.) বলেন: ‘(পেটে) কোন কিছু প্রবেশের দ্বারা রোজা ভঙ্গ হয়। বের হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না।’ [সহিহ বুখারি, ১/২৬০, (তালীক)]
আলবাহরুর রায়েক ২/২৭৪; আদ্দুররুল মুখতার ২/৪১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم