প্রশ্ন
কুরআনে সূরা হুদের ১০৬-১০৮ নম্বরে বলা হয়েছে যে, জান্নাতীরা চিরকাল জান্নাতে থাকবে আর জাহান্নামীরা চিরকাল জাহান্নামে থাকবে। আমার প্রশ্ন হল, এখানে চিরকাল দ্বারা কী বুঝানো উদ্দেশ্য? চিরস্থায়ী, নাকি দীর্ঘস্থায়ী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনি যে আয়াতটির কথা বলেছেন তা নিম্নে দেওয়া হল,
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ .خَالِدِينَ فِيهَا مَا دَامَتْ السَّمَوَاتُ وَالأَرْضُ إِلاَّ مَا شَاءَ رَبُّكَ إِنَّ رَبَّكَ فَعَّالٌ لِمَا يُرِيدُ. وَأَمَّا الَّذِينَ سُعِدُوا فَفِي الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا مَا دَامَتْ السَّمَوَاتُ وَالأَرْضُ إِلاَّ مَا شَاءَ رَبُّكَ عَطَاءً غَيْرَ مَجْذُوذٍ
‘অতএব যারা হতভাগ্য তারা জাহান্নামে যাবে, সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে। তারা সেখানে চিরকাল থাকবে, যতদিন আসমান ও যমীন বর্তমান থাকবে। তবে তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা। নিশ্চয় তোমার রব যা ইচ্ছা করতে পারেন। আর যারা সৌভাগ্যবান তারা জান্নাতের মাঝে, সেখানেই চিরদিন থাকবে, যতদিন আসমান ও যমীন বর্তমান থাকবে। তবে তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা। এ দানের ধারাবাহিকতা কখনো ছিন্ন হওয়ার নয়।’ [সূরা হুদ, আয়াত: ১০৬-০১৮]
উল্লিখিত আয়াতে চিরকাল দ্বারা চিরস্থায়ী উদ্দেশ্য। দীর্ঘস্থায়ী নয়। ইমাম তাবারী (রহ.) তার তাফসিরগ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন,
يعني تعالى ذكره بقوله: (خالدين فيها)، لابثين فيها، ويعني بقوله: (ما دامت السماوات والأرض)، أبدًا
‘অর্থাৎ, আল্লাহ তাআলা خالدين فيها দ্বারা বুঝিয়েছেন অবস্থান করবে এবং ما دامت السماوات والأرض দ্বারা বুঝিয়েছেন চিরকাল অবস্থান করবে।’ [তাফসিরে তাবারী পৃ. ২৩৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم