প্রশ্ন
আমি আমার চুলে মেহেদি ব্যবহার করতে চাচ্ছি। এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে পুরুষদের জন্য চুলে মেহেদি ব্যবহার করা বৈধ।
হাদিস শরিফে এসেছে,
عن ابن عباس قال مر على النبى صلى الله عليه وسلم رجل قد خضب بالحناء فقال : ما أحسن هذا
‘ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি মেহেদির খিযাব ব্যবহার করে রাসূল (সা.)-এর সামনে দিয়ে গেলে, তিনি বলেন, ইহা কতইনা উত্তম।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪১৬৩]
সুতরাং আপনি আপনার চুলে মেহেদি ব্যবহার করতে পারবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم