প্রশ্ন
আমি কি চাল দ্বারা ফিতরা আদায় করতে পারব? এ ব্যাপারে ইসলামি শরিয়ত কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে পাঁচ ধরনের খাদ্য দ্বারা ফিতরা আদায় করার কথা বলা হয়েছে। গম, যব, খেজুর, কিশমিশ ও পনির।
হাদিস শরিফে এসেছে,
‘আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল (সা.) আমাদের মাঝে থাকা অবস্থায় আমরা (মাথাপিছু) এক সা খাবার অথবা এক সাযব অথবা এক সা খেজুর অথবা এক সা কিশমিশ অথবা এক সা পনির (ফিতরা হিসাবে) দান করতাম। আমরা এভাবেই দিয়ে আসছিলাম। কিন্তু মুআবিয়া (রা.) মদীনায় এসে তিনি বিভিন্ন বিষয়ে লোকদের সাথে আলোচনা করলেন। তার আলোচনার মধ্যে একটি ছিল: আমি দেখছি, সিরিয়ার দুই মুদ গম এক সা খেজুরের সমান। বর্ণনাকারী বলেন, তারপর লোকেরা এটাই অনুসরণ করতে লাগলো। আবু সাঈদ (রা.) বলেন, কিন্তু আমি পূর্বের মতই দিতে থাকব।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৬৭৩]
তবে এই পাঁচ ধরনের খাদ্যদ্রব্য দিয়েই যে সদকাতুল ফিতর আদায় করতে হবে, এমন কোনো সীমাবদ্ধতা হাদিসে দেওয়া হয়নি। বরং সাহাবায়ে কেরাম ও তাবেয়ীদের আমলের প্রতি লক্ষ্য করে একদল ফুকাহায়ে কেরাম বলেন: এসকল খাদ্যদ্রব্যের পরিবর্তে এগুলোর মূল্য দ্বারাও সদকাতুল ফিতর আদায় করা যায়।
‘প্রখ্যাত তাবেয়ি হাসান বসরী (রহ.) বলেন,
عَنِ الْحَسَنِ، قَالَ: لَا بَأْسَ أَنْ تُعْطِيَ الدَّرَاهِمَ فِي صَدَقَةِ الْفِطْرِ
টাকার মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করাতে কোন সমস্যা নেই।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১০৩৭০]
আরেক তাবেয়ি আবু ইসহাক (রহ.) বলেন,
عَنْ زُهَيْرٍ، قَالَ: سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يَقُولُ: أَدْرَكْتُهُمْ وَهُمْ يُعْطُونَ فِي صَدَقَةِ رَمَضَانَ الدَّرَاهِمَ بِقِيمَةِ الطَّعَامِ
আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি যে, তারা রমজানের সদকায়ে ফিতর খাদ্যের মূল্য দ্বারা পরিশোধ করতেন।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১০৩৭১]
সুতরাং আপনি চাইলে চাল দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে পারবেন। অবশ্য হাদিসে বর্ণিত বস্তুগুলোর দ্বারা সদকাতুল ফিতর আদায় করলে আর কোন মতানৈক্য বাকি থাকে না। যদি চাল দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে চান, তাহলে অর্ধ সা গম বা এক সা খেজুর, যব, কিশমিশ বা পনিরের মূল্যের সমপরিমাণ চাল দিতে হবে। এর কম হলে সদকাতুল ফিতর আদায় হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم