প্রশ্ন
আমি রাতের বারটা পর্যন্ত ডিউটি করি। তাই তখন সাহরি খেয়ে একেবারে শুয়ে যাই। এতে কি আমার রোজা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সাহরি খাওয়ার উত্তম সময় হল সুবহে সাদিকের পূর্ব মুহূর্ত। তবে আবার বেশি দেরি করলে তা মাকরুহ হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন:
‘সকল নবীকে সময় হওয়ার পরপরই ইফতার তাড়াতাড়ি করতে এবং সাহরি শেষ সময়ে খেতে আদেশ করা হয়েছে।’ [আলমুজামুল আওসাত ২/৫২৬]
তাই সুবহে সাদিক হওয়ার কিছুক্ষণ পূর্বে সাহরি খাওয়া উত্তম। অবশ্য আপনি যখন খান তখন খেলেও রোজার কোন ক্ষতি হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم