প্রশ্ন
আগামী কাল শাবান মাসের ২৯ তারিখ। আগামী কাল সোমবার। আমি কালকে রোজা রাখার ইচ্ছা করেছিলাম। কিন্তু আমার বড় ভাই আমাকে নিষেধ করেছেন। তিনি বলেছেন: এই দিন রোজা রাখা যায় না। আমি জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার ভাই সঠিক কথা বলেছে। শাবান মাসের ২৯ তারিখ রোজা রাখা মাকরুহ। তবে যদি কেউ আগে থেকে সোমবার-বৃহ:বার নিয়মিত রোজা রেখে থাকে এবং ঘটনাক্রমে ২৯ তারিখ এই দুই দিনের কোন একদিন হয় তাহলে তার জন্য মাকরুহ হবে না।
عن أبي هريرة قال نهى رسول الله صلى الله عليه و سلم أن يتعجل شهر رمضان بصوم يوم أو يومين إلا رجل كان يصوم صوما فيأتي ذلك على صومه
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: ‘রাসূল (সা.) আমাদেরকে রমজানের এক দুই দিন পূর্বে রোজা রাখতে নিষেধ করেছেন। তবে কারও যদি পূর্ব থেকে রোজা রাখার অভ্যাস থাকে আর ঐ দিন উক্ত তারিখ পড়ে যায় তাহলে সে ঐ দিন রোজা রাখতে পারবে।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৭৩১৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم