প্রশ্ন
হুক্কা পান করলে কি রোজা ভেঙ্গে যাবে? যদি ভেঙ্গে যায় তাহলে কি শুধু কাযা করলেই চলবে না কাফফারাও দেওয়া লাগবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হুক্কা পান করলে রোজা ভেঙ্গে যাবে। এবং কাযা-কাফফারা উভয়টিই অপরিহার্য হবে।
বিশিষ্ট তাবেয়ি ইবনে শিহাব যুহরী (রহ.) বলেন:
‘রমযানে রোজা রেখে যে ইচ্ছাকৃতভাবে পানাহার করবে তার হুকুম ইচ্ছাকৃতভাবে সহবাসকারীর অনুরূপ।’ [মাবসূত, সারাখসী ৩/৭৩]
রদ্দুল মুহতার ৩/৩৮৫, আলবাহরুর রায়েক ২/২৭৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم