প্রশ্ন
বিভিন্ন মাজারে অনেকে কবরের সামনে সেজদা দেয়। প্রশ্ন করলে তারা উত্তর দেয় যে, তারা ইবাদতের নিয়তে সেজদা করে না। বরং সম্মান প্রদর্শনের নিয়তে সেজদা করে। আমার প্রশ্ন হল সম্মান প্রদর্শনের নিয়তে সেজদা করলে কি গায়রুল্লাহকে সেজদা করা যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গায়রুল্লাহকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করলেও তা অকাট্যরূপে হারাম হবে। যদিও তা প্রত্যক্ষ শিরক নয় কিন্তু তাও মারাত্মক ধরনের গুনাহের কাজ এবং এক প্রকার শিরক। অনেক আলিমের মতে এটিও সরাসরি শিরক। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
ألا فلا تتخذوا القبور مساجد
‘সাবধান! তোমরা আমার কবরকে সেজদার স্থান বানিয়ো না।’ [সহিহ মুসলিম, ১/২০১]
তাই এ গর্হিত কাজ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। কোন অজুহাতেই গায়রুল্লাহকে সেজদা করা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم