প্রশ্ন
কিছু বাউলকে দেখা যায়, মহিলাদের মত লম্বা চুল রাখে। এতে কোন সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামের বিধান হল পুরুষ পুরুষের স্বাতন্ত্র্য বজায় রাখবে। আর নারী তার স্বাতন্ত্র্য বজায় রাখবে। পুরুষ নারীর কিংবা নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করবে না। হাদিস শরিফে এসেছে-
لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهات بالرجال من النساء والمتشبهين بالنساء من الرجال
‘রাসূল (সা.) পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারী এবং নারীর সাদৃশ্য গ্রহণকারী পুরুষের উপর অভিশাপ দিয়েছেন।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২৭৮৪]
যেহেতু চুল বেশি লম্বা রাখলে নারীদের সাথে সাদৃশ্য হয়ে যায় তাই এভাবে চুল রাখা জায়েয নয়। অবশ্য কেউ যদি চুল লম্বা রাখতে চায় তাহলে ঘাড় পর্যন্ত বাবরি চুল রাখতে পারবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم