প্রশ্ন
আমার নানি মারা যাওয়ার পর যখন কবর দেওয়া হয় তখন এলাকার লোকেরা তার কবরের উপর পানি ছিটিয়ে দেয়। প্রশ্ন হলো, এভাবে কবরের উপর পানি ছিটিয়ে দেওয়া কি বৈধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃতকে কবর দেওয়ার পর তার কবরে পানি ছিটিয়ে দেওয়া বৈধ। রাসূল (সা.) তাঁর পুত্র ইবরাহীমকে কবরস্থ করার পর কবরে পানি ছিটিয়ে দিয়ে ছিলেন।
হাদিস শরিফে এসেছে,
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَشَّ عَلَى قَبْرِ ابْنِهِ إِبْرَاهِيمَ
‘রাসূল (সা.) স্বীয় পুত্র ইবরাহীমের কবরের উপর পানি ছিটিয়ে দিয়েছেন।’ [মারাসীলে আবু দাউদ, হাদিস: ৪২৪]
তাই মৃতকে কবরস্থ করার পর কবরের উপর পানি ছিটিয়ে দিতে কোনো সমস্যা নেই। তবে ফুকাহায়ে কেরামগণ এর কারণ সম্পর্কে বলেন, মূলত পানি ছিটিয়ে দেওয়া হয়েছিল যেন কবরের মাটি ভালো করে জমে যায়।
আলবাহরুর রায়েক ২/১৯৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم