প্রশ্ন
আমাদের এলাকার এক ব্যক্তি বলল, মোজা পরিধান করলে টাখনুর নিচে পায়জামা প্যান্ট ইত্যাদি পরা যাবে। প্রশ্ন হলো, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
টাখনুর নিচে পায়জামা বা প্যান্ট পরা হারাম।
হাদিস শরিফে এসেছে,
ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ- الْمُسْبِلُ (وفي رواية إزاره) وَالْمَنَّانُ [وفى رواية : اَلَّذِىْ لاَ يُعْطِىْ شَيْئًا إِلاَّ مِنْهُ] وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ–
‘রাসূল (সা.) বলেছেন,তিন প্রকার লোকের সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না; বরং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। তারা হল- টাখনুর নিচে কাপড় (অন্য বর্ণনায় লুঙ্গী) পরিধানকারী, খোঁটাদানকারী (অন্য বর্ণনায় এসেছে, যে খোঁটা না দিয়ে কোন কিছু দান করে না) ও মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয়কারী।’ [সহিহ মুসলিম, হাদিস: ১০৬; মিশকাত, হাদিস: ২৭৯৫]
মোজা পরিহিত অবস্থায় টাখনুর নিচে কাপড় পরা যাবে- এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না, তাই উল্লিখিত হাদিসের প্রেক্ষিতে মোজা পরিহিত অবস্থায়ও টাখনুর নিচে কাপড় পরা যাবে না। সুতরাং উক্ত ব্যক্তির কথা ঠিক নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم