প্রশ্ন
আমি বাসায় গোশত খাওয়ার সময় আল্লাহর নাম সম্বলিত একটি গোশতের টুকরা পেয়েছি। একজন বলল, এই গোশতগুলো খাওয়া ঠিক না। আমার প্রশ্ন হলো, ঐ ব্যক্তির কথা কি ঠিক? এমন গোশত পেলে করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ব্যক্তির কথা ঠিক নয়। বরং এ জাতীয় গোশতের টুকরো পাওয়া গেলে বরকতের মনে করে খেয়ে নেওয়া উচিৎ। না খেয়ে তা নষ্ট করে ফেলা উচিৎ নয়।
হাদিস শরিফে এসেছে,
قَالَ: الْبَيْهَقِيُّ أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ فِي ذِكْرِ مَنْصُورِ بْنِ عَمَّارٍ، أَنَّهُ أُوتِيَ الْحِكْمَةَ وَقِيلَ: إِنَّ سَبَبَ ذَلِكَ أَنَّهُ وَجَدَ رُقْعَةً فِي الطَّرِيقِ مَكْتُوبًا عَلَيْهَا بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَأَخَذَهَا فَلَمْ يَجِدْ لَهَا مَوْضِعًا فَأَكَلَهَا فَأُرِيَ فِيمَا يَرَى النَّائِمُ قَائِلًا يَقُولُ لَهُ: قَدْ فَتَحَ اللهُ عَلَيْكَ بَابُ الْحِكْمَةِ بِاحْتِرَامِكَ لِتِلْكَ الرُّقْعَةِ، وَكَانَ بَعْدَ ذَلِكَ يَتَكَلَّمُ بِالْحِكْمَةِ
‘ইমাম বাইহাকি (রহ.) বলেন, আমাকে মানসুর ইবনে আম্মার; যাকে ইলম-হেকমত দান করা হয়েছে- তাঁর সম্পর্কে আবু আব্দুর রহমান আস সুলামি সংবাদ দিয়েছেন যে, এর কারণ হল, তিনি বিসমিল্লাহ…লিখিত একটি কাগজের টুকরা রাস্তায় পেয়েছিলেন। তারপর হেফাজত করার উপযুক্ত স্থান না পেয়ে খেয়ে ফেললেন। তারপর রাতে তিনি স্বপ্নে দেখেন, জনৈক কথক তাঁকে বলছেন, আল্লাহ তাআলা ঐ কাগজের টুকরাকে সম্মান করার কারণে তোমার জন্য ইলম-হেকমতের দরজা খুলে দিয়েছেন। এরপর থেকে তিনি প্রজ্ঞার সঙ্গে কথা বলতেন।’ [শুয়াবুল ঈমান, হাদিস: ২৪৩৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم