প্রশ্ন
আমি বর্তমানে যে বাসায় থাকছি সে বাসায় উঠার পর থেকেই আমি অসুস্থ। কোনোভাবেই আমার অসুস্থতা সারছে না। সবাই বাসাটিকে কুলক্ষণে গণ্য করছে এবং তা পরিবর্তন করতে বলছে। আমার প্রশ্ন হলো, কোনো বাসাকে কুলক্ষণে গণ্য করা শরিয়তের দৃষ্টিতে কেমন? আমি কি এ বাসা বাদ দিয়ে অন্য বাসা নিব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামের দৃষ্টিতে ঘর কুলক্ষণে হতে পারে। আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী কোনো ঘরে বসবাসের কারণে ক্ষতি হতে পারে। তাই কোনো ঘরকে কুলক্ষণে মনে করতে কোনো সমস্যা নেই। তবে মনে রাখতে হবে, কুলক্ষণ বা সুলক্ষণ এগুলোর নিজস্ব কোন ক্ষমতা নেই।
হাদিস শরিফে এসেছে,
عن عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: إِنَّمَا الشُّؤْمُ فِي ثَلَاثَةٍ: فِي الْفَرَسِ وَالْمَرْأَةِ وَالدَّارِ
‘আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি, কুলক্ষণে তিনটি জিনিসে রয়েছে: ঘোড়া, নারী ও ঘরে।’ [সহিহ বুখারি, হাদিস: ২৮৫৮]
তাই এই বাসা যেহেতু আপনার জন্য মুনাসিব হচ্ছে না, তাই আপনি অন্য বাসা নিতে পারেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم