প্রশ্ন
আমি জানি, মসজিদে জানাযার নামাজ পড়া মাকরূহ। কিন্তু বর্তমানে ঢাকা শহরের অধিকাংশ মসজিদে লাশ বাহিরে রেখে মসজিদে জানাযার নামাজ পড়া হয়। আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে লাশ বাহিরে রেখে উল্লিখিত পদ্ধতিতে জানাযার নামাজ পড়লে কি মাকরূহ থেকে বেঁচে থাকা যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মসজিদে জানাযার নামাজ পড়া মাকরূহ। চাই লাশ ভিতরে থাকুক বা বাহিরে। হাদিসে এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
হাদিস শরিফে এসেছে,
عن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى على جنازة في المسجد، فلا شيء عليه
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) ইরশাদ করেছেন,যে ব্যক্তি মসজিদের ভেতর জানাযার নামাজ আদায় করবে তার কোনো সওয়াব হবে না।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩১৯১]
তবে যদি কোনো ওজর থাকে তাহলে মসজিদে জানাযার নামাজ আদায় করতে কোনো সমস্যা নেই।
ইলাউস সুনান ৮/২৭৭; রদ্দুল মুহতার ২/২২৬, ২/২২৭; তাবয়ীনুল হাকায়েক ১/৫৮০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم