প্রশ্ন
আমার চাচা তার অসুস্থ অবস্থায় তার সকল সম্পদ তার দুই ছেলেকে লিখে দিয়েছেন। কিন্তু বর্তমানে তার ছেলেরা তার খরচাদি বহন করছে না। আবার চাচারও কোনো সম্পদ নেই যে তিনি তার নিজের খরচ বহন করবেন। এমতাবস্থায় তিনি কি তার সন্তানদের সম্পদ থেকে তার খরচাদি নিতে পারবেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সামর্থ্যবান সন্তানদের জন্য আবশ্যক হলো, তাদের অসচ্ছল পিতা-মাতার খরচাদি বহন করা। সুতরাং আপনার চাচাতো ভাইদের উচিৎ আপনার চাচার খরচাদি বহন করা। যদি তারা খরচাদি বহন না করে, তাহলে আপনার চাচা তাদের সম্পদ থেকে তার নিত্য প্রয়োজনীয় খরচ নিয়ে নিতে পারবেন। তবে প্রয়োজন অতিরিক্ত খরচ নেওয়ার অনুমতি তার নেই।
হাদিস শরিফে এসেছে,
عمرو ابن شعيب عن أبيه عن جده، قال: أتَى أعرابّي رسولَ الله – صلى الله عليه وسلم – فقال: إنّ أبي يريد أن يَجْتَاح ماليِ؟، قال: أنت ومالك لوالدك، إنَّ أطْيَبَ ما أكلتم من كَسْبكم، وإن أموال أولادِكم من كسبكم، فكُلُوه هَنِيئاً
‘আমর ইবনে শুয়াইব তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, এক বেদুঈন রাসূল (সা.)-এর নিকট এসে বলল, আমার পিতা আমার সম্পদ নিয়ে নিতে চান। রাসূল (সা.) তাকে বললেন, তুমি এবং তোমার সম্পদ তো তোমার পিতার জন্য। তোমাদের সর্বোত্তম আহার হল নিজেদের উপার্জন থেকে। আর সন্তানদের সম্পদ তোমাদের উপার্জনের অংশ। তোমরা তা স্বাচ্ছন্দে আহার কর।’ [মুসনাদে আহমদ, হাদিস: ৬৬৭৮]
উল্লেখ্য, কুরআন হাদিসে পিতা মাতার সাথে সদাচারণের প্রতি জোর তাকিদ দেওয়া হয়েছে। তাই আপনার চাচাতো ভাইদের উচিৎ কোনোক্রমেই পিতা-মাতাকে কষ্ট না দেওয়া।
আদ্দুররুল মুখতার ৩/৬২২; আলমুহীতুল বুরহানী ৪/৩৪৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم