প্রশ্ন
আমাদের গ্রামের এক ব্যক্তি মসজিদের জন্য একটি জমি ওয়াকফ করেছেন। সেখানে মসজিদ উঠানোর পর কিছু জায়গা ফাঁকা ছিল। এ কারণে গ্রামের লোকেরা সেখানে কবর দেওয়া শুরু করে দেয়। আমার প্রশ্ন হলো, সে জায়গায় মৃতদের কবর দেওয়া কি ঠিক হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো কাজের জন্য কোনো জমি যদি ওয়াকফ করা হয়, তাহলে সেই কাজেই জমিটি ব্যবহার করতে হয়। অন্য কোনো কাজে জমিটি ব্যবহার করা বৈধ হবে না।
হাদিস শরিফে এসেছে,
‘ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বারে উমর (রা.)-এর এক খণ্ড জমি লাভ হয়। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি খায়বারে কিছু মাল লাভ করেছি। এর চেয়ে উত্তম মাল আমি কখনো পাইনি। আপনি এই বিষয়ে আমাকে কী নির্দেশ দেন? তিনি বললেন, ইচ্ছে করলে, মূলটি ওয়াকফ করে এর উৎপাদিত ফল-ফসল সদকা করে দিতে পার। তখন উমর (রা.) এই মর্মে তা ওয়াকফ করে দেন যে, মূল ভূমি বিক্রি করা যাবে না। তিনি তা দরিদ্র, নিকট আত্মীয়, গোলাম আযাদ করা, মুসাফির, মেহমান ও আল্লাহ পথে সাদকা করে দেন।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৩৭৯]
সুতরাং সেই ওয়াকফকৃত জমিতে গ্রামবাসীর মৃতদের কবর দেওয়া ঠিক হয়নি। এক্ষেত্রে গ্রামবাসী যৌথ উদ্যোগে কবরস্থান বানিয়ে সেখানে কবর দিবে। আর ভবিষ্যতে যদি মসজিদ সম্প্রসারণের প্রয়োজন পড়ে, তাহলে সেই কবরগুলো নিশ্চিহ্ন করে দিবে।
আদ্দুররুল মুখতার ৪/৩৬০; ফাতাওয়া বাযযাযিয়া ৬/২৬১; তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم