প্রশ্ন
আমার এক স্ত্রী, দুই ছেলে ও মেয়ে আছে। কিছু ঋণও মানুষ আমার কাছে পায়। আমি চাচ্ছি, আমার মৃত্যুর আগে সমুদয় সম্পত্তি সবার মাঝে বণ্টন করে যাব। আমার জন্যও কিছু রেখে দিব। এক্ষেত্রে ইসলামি শরিয়ত মোতাবেক কিভাবে বণ্টন করলে ভালো হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যেহেতু এই বণ্টনের দ্বারা আপনার মিরাছের পূর্ব বণ্টন উদ্দেশ্য তাই মিরাছের মতোই এর বণ্টন করবেন। সে হিসেবে সর্বপ্রথম আপনার সমুদয় সম্পত্তি থেকে আপনার ঋণ পরিশোধ করবেন। তারপর নিজের জন্য যতটুকু রাখতে চান তা রেখে দিয়ে আপনার সম্পদের ১২.৫ অংশ স্ত্রীর নামে দিবেন। এরপর অবশিষ্ট অংশ ‘ছেলে মেয়ের দ্বিগুণ পাবে’ এই নীতি অবলম্বন করে দুই ছেলে ও এক মেয়ের মাঝে তা বণ্টন করে দিবেন। পাশাপাশি সকলকে তার অংশের দখলও বুঝিয়ে দিবেন। আপনার মৃত্যুর পর আপনি নিজের জন্য যা রাখবেন শুধু তার মাঝে মিরাছের বিধান প্রযোজ্য হবে।
কুরআন মাজিদে এসেছে,
يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ…. فَإِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ
‘আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ।…. আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের (স্ত্রী) জন্য আট ভাগের এক ভাগ, তোমরা যা রেখে গিয়েছো তা থেকে। তোমরা যে অসিয়ত করেছা তা পালন অথবা ঋণ পরিশোধের পর।’ [সূরা নিসা, আয়াত: ১১-১২]
তাকমিলা ফাতহুল মুলহিম ২/৭৫; আলমুগনী, ইবনে কুদামা ৮/২৫৯-২৬০; আল মাদখালুল ফিকহিল আম ২/৯৫৪; আলমাবসূত, সারাখসী ২৯/১৪০, ২৯/১৪৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم