প্রশ্ন
আমার ফুফু আমাকে দুধ পান করিয়েছেন। আমার ফুফার আপন ভাইয়ের সাথে কি আমার পর্দা করা জরুরি? আমি কি তার সামনে যেতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জন্মসূত্রের ভিত্তিতে যাদেরকে বিয়ে করা হারাম এবং দেখা দেওয়া বৈধ, দুধ সম্পর্কের কারণেও তাদেরকে বিয়ে করা হারাম এবং দেখা দেওয়া বৈধ।
হাদিস শরিফে এসেছে,
عن عائشة، قالت: قال لي رسول الله صلى الله عليه وسلم: يحرم من الرضاعة ما يحرم من الولادة
‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, জন্ম সূত্রের কারণে যাদের সাথে বিবাহ হারাম, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে বিবাহ হারাম।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৪৪৪]
আপনার ফুফা আপনার দুধ পিতা। সে হিসেবে তার ভাই আপনার দুধ সম্পর্কের চাচা। আর দুধ চাচা মাহরামের অন্তর্ভুক্ত। সুতরাং আপনার জন্য তার সাথে পর্দা করা জরুরি নয়।
হাদিস শরিফে এসেছে,
‘আয়েশা (রা.) বলেন, পর্দার বিধান নাযিল হওয়ার পর একবার আবুল কুআইসের ভাই আফলাহ এসে তার ঘরে ঢুকতে অনুমতি চাইল। আর আবুল কুআইস ছিল আয়েশা (রা.)-এর দুধ পিতা। হযরত আয়েশা (রা.) বলেন, আমি বললাম, রাসূল (সা.)-কে জিজ্ঞাসা করা ছাড়া কিছুতেই আমি তাকে ঢোকার অনুমতি দেব না। কারণ আমাকে আবুল কুআইস দুধ পান করায়নি। আমাকে দুধ পান করিয়েছে তার স্ত্রী। আয়েশা (রা.) বলেন, অতপর রাসূল (সা.) এলে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আবুল কুআইসের ভাই আফলাহ আমার কাছে আসার অনুমতি চাইলে আপনাকে জিজ্ঞাসা করা ছাড়া তাকে অনুমতি দেইনি। তখন রাসূল (সা.) বললেন, সে তোমার সামনে আসতে পারে। কারণ সে তো তোমার (দুধ) চাচা।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৪৪৫]
আলবাহরুর রায়েক ৩/২২৬; বাদায়েউস সানায়ে ৩/৩৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৪৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم