প্রশ্ন
আমাদের এলাকার লোকেরা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে কুরবানির পশু জবাই করায়। কিন্তু আমি নিজের পশু নিজেই জবাই করি। একজন বলল, ইমাম সাহেবকে দিয়ে কুরবানি করালে সওয়াব বেশি হবে। আমি জানতে চাচ্ছি যে, তার বক্তব্যটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, তার বক্তব্য সঠিক নয়। বরং উত্তম হলো কুরবানির পশু নিজে জবাই করা। রাসূল (সা.) নিজ হাতে তাঁর কুরবানির পশু জবাই করতেন। ইমাম সাহেবকে দিয়ে কুরবানি করালে সওয়াব বেশি হবে এমন কোনো প্রমাণ শরিয়তে নেই। তাই উক্ত ব্যক্তির কথাটি সঠিক নয়। আপনি যদি উত্তমরূপে জবাই করতে পারেন তাহলে আপনার কুরবানির পশু আপনার জন্য জবাই করা উত্তম।
হাদিস শরিফে এসেছে,
‘আনাস (রা.) থেকেবর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) হৃষ্ট-পুষ্ট দুটি ভেড়া দিয়ে কুরবানী করেছেন। আমি তাঁকে ভেড়ার উপর কদম মুবারক রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে দেখেছি। অতঃপর তিনি নিজ হাতে ভেড়া দুটি জবাই করেছেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৫৫৮]
তবে আপনি যদি উত্তমরূপে কুরবানি করতে সক্ষম না হন, তবে যিনি ভালোভাবে জবাই করতে পারেন তাকে দিয়ে জবাই করানো উত্তম। এক্ষেত্রে আপনার কুরবানিস্থলে উপস্থিত থাকা ভালো।
বাদায়েউস সানায়ে ৪/২২২-২২৩; ফাতওয়ায়ে আলমগীরী ৫/৩০০; ইলাউস সুনান ১৭/২৭১-২৭৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم