প্রশ্ন
আমি ফরজ গোসল করার পর দেখতে পেলাম আমার শরীরের একটি অংশ শুকনো। এখন আমার কি পুনরায় গোসল করে নিতে হবে, নাকি ঐ অংশটি ধুয়ে নিলেই যথেষ্ট হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফরজ গোসল করার পর শরীরের কোনো অংশ যদি শুকনো থাকে, তাহলে শুধু ঐ অংশটি ধুয়ে নিলেই যথেষ্ট হবে। পুনরায় গোসল করার কোনো প্রয়োজন নেই।
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَلِيٍّ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ إِنِّي اغْتَسَلْتُ مِنَ الْجَنَابَةِ وَصَلَّيْتُ الْفَجْرَ ثُمَّ أَصْبَحْتُ فَرَأَيْتُ قَدْرَ مَوْضِعِ الظُّفْرِ لَمْ يُصِبْهُ الْمَاءُ . فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم لَوْ كُنْتَ مَسَحْتَ عَلَيْهِ بِيَدِكَ أَجْزَأَكَ
‘আলী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি রাসূল(সা.) -এর নিকট এসে বলল, আমি নাপাকির গোসল করে ফজরের নামাজ পড়লাম। তারপর সকাল হলে আমি দেখতে পেলাম যে, নখ পরিমাণ স্থানে পানি পৌঁছায়নি, রাসূল (সা.) বলেন: তুমি স্থানটুকু তোমার হাত দিয়ে মাসহ করলেই তোমার জন্য তা যথেষ্ট হত।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৬৬৪]
আল ফিকহুল ইসলামি ১/৪৫১; ফাতওয়ায়ে তাতারখানিয়া ১/২৭৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم