প্রশ্ন
আমি একবার বাড়ি যাবার সময় অসতর্কতাবশত গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে যাই। ৫ মিনিটের মত ঘুমানোর পর আমার ঘুম ভেঙ্গে যায়। আমি অজু অবস্থায় ছিলাম। আমি জানতে চাচ্ছি, এই ঘুমের কারণে কি আমার অজু ভেঙ্গে গিয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি আপনার সিটে বসে ঘুমানো অবস্থায় আপনার কোমরের নিচের অংশ সিটের সাথে ভালোভাবে এঁটে লেগে থাকে, তাহলে আপনার অজু ভাঙ্গেনি বলে ধরা হবে। তবে সতর্কতার খাতিরে পুনরায় অজু করে নেওয়াটা ভালো। আর যদি কোমরের নিচের অংশ পৃথক হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার অজু ভেঙ্গে গিয়েছে বলে ধরা হবে।
عَنْ أَنَسٍ، قَالَ كَانَ أَصْحَابُ رَسُولِ اللهِ صلي الله عليه وسلم يَنْتَظِرُونَ الْعِشَاءَ الآخِرَةَ حَتَّى تَخْفِقَ رُءُوسُهُمْ ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ
‘আনাস (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.)-এর সাহাবীগণ ইশার নামাজের জন্য এতক্ষন অপেক্ষা করতেন যে (তন্দ্রায়) তাদের মাথা ঢলে পড়ত। অতঃপর তারা নামাজ আদায় করতেন অথচ (এজন্য পুনরায়) অজু করতেন না।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২০০]
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَسْجُدُ وَيَنَامُ وَيَنْفُخُ ثُمَّ يَقُومُ فَيُصَلِّي وَلَا يَتَوَضَّأُ . قَالَ فَقُلْتُ لَهُ صَلَّيْتَ وَلَمْ تَتَوَضَّأْ وَقَدْ نِمْتَ فَقَالَ ” إِنَّمَا الْوُضُوءُ عَلَى مَنْ نَامَ مُضْطَجِعًا ” . زَادَ عُثْمَانُ وَهَنَّادٌ ” فَإِنَّهُ إِذَا اضْطَجَعَ اسْتَرْخَتْ مَفَاصِلُهُ
‘ইবনে আব্বাস (রা.) সূত্রে বর্ণিত, রাসূল (সা.) সিজদায় গিয়ে (কখনো) ঘুমিয়ে যেতেন, এমনকি তাঁর নাক ডাকার আওয়াজ শোনা যেত। অতঃপর তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, কিন্তু অজু করতেন না। বর্ণনাকারী বলেন, আমি তাকে বললাম, আপনি ঘুমানোর পরও অজু না করেই নামাজ আদায় করলেন? তিনি বললেন: যে ব্যক্তি শুয়ে ঘুমায়, অজু করা তারই কর্তব্য। উসমান ও হাম্মাদ (বর্ণনাকারী) আরো বলেন, এর কারণ হলো, শুয়ে ঘুমালে শরীরের বাঁধন ঢিলা হয়ে যায়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২০২]
বাদায়েউস সানায়ে ১/১৩৫; ফাতাওয়া খানিয়া ১/৪১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم