প্রশ্ন
আমাকে এক ব্যক্তি বলল যে, ফরজ নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়। তার কথাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজ হলো ইসলামের ভিত্তিসমূহের একটি। একজন মুসলিম নামাজ ত্যাগ করার চিন্তাও করতে পারে না। নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা. ) বলেন-
إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة
‘কোনো ব্যক্তির মাঝে এবং শিরক ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৩৪]
এধরনের একাধিক দলিলের কারণে ইমাম আহমদ (রহ.) এর মত হলো অলসতা করে নামাজ ত্যাগকারী কাফের।
তবে অনেক উলামায়ে কেরামের মতে নামাজ ত্যাগকারী কাফের নয়। বরং ফাসেক এবং কবিরা গুনাহকারী।
আল-শারহুল মুমতি আলা-যাদিল মুসতানকি ২/২৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم