প্রশ্ন
আমি নতুন মুসলমান হয়েছি। ইসলাম সম্পর্কে জানতে খুব আগ্রহী। অল্প বিস্তর পড়াশোনাও শুরু করেছি। এখন আমি রেফারেন্সসহ জানতে চাচ্ছি যে, ইসলাম কন্যা হিসেবে নারীকে কী মর্যাদা দিয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রথমেই আপনাকে মোবারকবাদ জানাই ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা আপনার ইসলামকে কবুল করুন। ইসলাম পূর্ব-যুগে কন্যা সন্তান জন্ম নেওয়াকে লজ্জার বিষয় মনে করা হত। কারো কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দেওয়া হত। ইসলাম এসে এই জুলুমের অবসান ঘটিয়েছে। কন্যা সন্তানের প্রতিপালন ও শিক্ষার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেছে। তাদের প্রতিপালনে মহাপুরস্কারের ঘোষণা করেছে। তাদের সাথে কিরূপ আচরণ করতে হবে রাসূল (সা.) তাঁর জীবদ্দশায় দেখিয়ে গেছেন। আমরা তাঁর জীবন থেকে শিক্ষা নিতে পারি।
হাদিস শরিফে এসেছে,
‘আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত আছে, রাসূল (সা.) বলেছেন: যার তিনটি মেয়ে অথবা তিনটি বোন আছে, অথবা দুটি মেয়ে অথবা দুটি বোন আছে, সে তাদের প্রতি ভাল ব্যবহার করলে এবং তাদের (অধিকার) সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করলে তার জন্য জান্নাত নির্ধারিত আছে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৯১৬]
আরেক হাদিসে এসেছে,
‘যে ব্যক্তিকে কন্যা সন্তান লালনপালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সাথে তা সম্পাদন করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড় হবে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৯১৩]
অন্য হাদিসে এসেছে,
‘যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালনপালন ও দেখাশুনা করল (বিয়ের সময় হলে ভাল পাত্রের কাছে বিবাহ দিল) সে এবং আমি জান্নাতে এরূপ একসাথে প্রবেশ করব যেরূপ এ দুটি আঙুল। তিনি নিজের দুই আঙুল মিলিয়ে দেখালেন।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৯১৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم