প্রশ্ন
ইসলামি রাষ্ট্রে জমির উৎপাদিত ফসল থেকে যে একদশমাংশ অর্থাৎ ওশর নেওয়া হয়, তা কাদের প্রাপ্য? যে কাউকে তা দেওয়া যাবে, না তা ব্যয়ের নির্দিষ্ট খাত আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ওশর যাকাতেরই একটি প্রকার। ওশর সম্পর্কে কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِن طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ
‘হে মুমিনগণ! তোমরা যা উপার্জন করেছ এবং আমি যা তোমাদের জন্য ভূমি হতে উৎপন্ন করেছি, তা হতে উৎকৃষ্ট বস্তু খরচ কর।’ [সূরা বাকারা, আয়াত: ২৬৭]
যাকাত ব্যয়ের যে ৮টি খাতের কথা কুরআন মাজিদে উল্লেখ করা হয়েছে, সে ৮টি খাতেই ওশর ব্যয় করতে হবে। এ ছাড়া অন্য কোনো খাতে তা ব্যয় করা যাবে না। সে ৮টি খাত হলো,
১।ও ২। রাষ্ট্রে অবস্থানরত নিঃস্ব, অভাবী, অসহায় ও সাময়িক সংকটে নিপতিত ব্যক্তিবর্গ।
৩। আমেল তথা, যারা জনগণ থেকে যাকাত উসুল ও বণ্টনের কাজে নিয়োজিত।
৪। কোনো অমুসলিমকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য বা তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। (তবে এ প্রকারটি উমর (রা.) এর যামানায় রহিত হয়ে গেছে।)
৫। দাসমুক্তির জন্য।
৬। ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য।
৭। আল্লাহর পথে জিহাদরত মুজাহিদগণ।
৮। মুসাফির ব্যক্তি, সফরে গিয়ে যার পাথেয় শেষ হয়ে গিয়েছে।
আল্লাহ তাআলা বলেন-
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
‘যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাসমুক্তির জন্যে, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’ [সূরা তওবা, আয়াত: ৬০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم