প্রশ্ন
আমি শুনেছি, হাদিসে শিঙ্গা লাগাতে উদ্বুদ্ধ করা হয়েছে। আমি হাদিসের আলোকে শিঙ্গা লাগানোর উপকারিতা জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিসে শিঙ্গা লাগানোর অনেক উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে কিছু হলো, শরীরের দূষিত রক্ত বের করে দেয়, মেরুদণ্ডের আরাম হয়, চোখের জ্যোতি বৃদ্ধি করে, স্মরণশক্তি বৃদ্ধি করে, মাথা, কোমর, হাত-পাসহ শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা উপশম করে।
হাদিস শরিফে এসেছ,
‘ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, শিঙ্গা লাগানেওয়ালা কতইনা উত্তম বান্দা! তা দূষিত রক্ত বের করে, মেরুদণ্ডকে আরাম পৌঁছায় এবং চোখের জ্যোতি বাড়ায়।’[সুনানে তিরমিযি, হাদিস: ২০৫৩, সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৪৭৮]
আরেক হাদিসে এসেছে,
‘ইবনে উমর (রা.) বলেন, আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি, খালি পেটে শিঙ্গা লাগানো শরীরের জন্য খুবই ফলপ্রসূ, তা জ্ঞান ও স্মরণশক্তি বৃদ্ধি করে।’[সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৪৮৮]
অন্য হাদিসে এসেছে,
‘রাসূল (সা.)-এর খাদেমা সালমা (রা). থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ মাথা ব্যথার অভিযোগ নিয়ে রাসূল (সা.)-এর কাছে আসলে তিনি তাকে শিঙ্গা লাগাতে বলতেন।’[সুনানে আবু দাউদ, হাদিস: ৩৮৫৮]
অন্য আরেক হাদিসে এসেছে,
‘আব্দুল্লাহ ইবনে বুহাইনা (রা.) বর্ণনা করেন যে, রাসূল (সা.) মুহরিম অবস্থায় মাথা ব্যথার কারণে মাথার মাঝখানে শিঙ্গা লাগিয়েছেন।’[সহিহ বুখারি, হাদিস: ৫৬৯৮,৫৭০০,৫৭০১]
আরেক হাদিসে এসেছে,
‘রাসূল (সা.) মুহরিম অবস্থায় পায়ের ব্যথার কারণে পায়ের পিঠে শিঙ্গা লাগিয়েছেন‘[সুনানে নাসায়ি, হাদিস: ৭৫৫৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم