প্রশ্ন
টেস্টটিউবের বাচ্চা জন্মদানের বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৌলিকভাবে টেস্টটেউবের মাধ্যমে বাচ্চা জন্ম দুই ধরনের হয়ে থাকে।
১. স্বামী-স্ত্রীর বীর্য সংমিশ্রণ। এ পদ্ধতি সাধারণত তিন ধরনের হয়ে থাকে।
ক. স্বামী-স্ত্রীর বীর্য সংমিশ্রণ করে উক্ত স্বামীর দ্বিতীয় স্ত্রীর অথবা অন্য কোনো মহিলার জরায়ুতে স্থানান্তর করা।
খ. স্বামীর বীর্য ইঞ্জেকশন ইত্যাদির মাধ্যমে স্ত্রীর জরায়ুতে পৌঁছে দেওয়া।
গ. স্বামী-স্ত্রীর বীর্য সংগ্রহ করে টিউবের মধ্যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তার প্রতিপালন করে ঐ স্ত্রীর জরায়ুতেই স্থানান্তার করা।
৩. পরপুরুষ ও পরস্ত্রীর বীর্য সংমিশ্রণ
উক্ত পদ্ধতিটিও তিন ধরনের হতে পারে।
ক. গায়রে মাহরাম পুরুষ ও মহিলার বীর্য কোনো টিউবে একত্র করা।
খ. মহিলার ডিম্বাণু নিয়ে গায়রে মাহরাম পুরুষের বীর্যের সাথে মিশিয়ে তারই জরায়ুতে প্রবেশ করানো।
গ. গায়রে মাহরাম পুরুষের শুক্রাণু ও গায়রে মাহরাম মহিলার ডিম্বাণু সংগ্রহ করে তৃতীয় কোনো মহিলার জরায়ুতে প্রবেশ করানো।
তো এক্ষেত্রে বিধান হলো প্রথম তিনটি পদ্ধতি বৈধ এবং শেষ তিনটি পদ্ধতি নাজায়েয ও হারাম।
কারারাতু মামায়িল ফিকহিল ইসলামি, পৃ. ৬-৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم