প্রশ্ন
ইসলামে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছিলো?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে নির্মিত সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। রাসূল (সা.) যখন মদিনায় হিজরত করেন, তখন সর্বপ্রথম কুবায় অবস্থানকালে এই মসজিদটি নির্মাণ করেন। ইতিহাসের কিতাবে পাওয়া যায়, মসজিদটি নির্মাণের সময় কিবলার দিকের পাথরটি সর্বপ্রথম রাসূল (সা.) স্থাপন করেন। ৬২২ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করা হয়।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
لَمَسۡجِدٌ اُسِّسَ عَلَی التَّقۡوٰی مِنۡ اَوَّلِ یَوۡمٍ اَحَقُّ اَنۡ تَقُوۡمَ فِیۡہِ
‘অবশ্যই যে মসজিদ (কুবা) প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে তা বেশী হকদার যে, তুমি সেখানে নামাজ কায়েম করতে দাঁড়াবে।’ [সূরা তওবা, আয়াত:১০৮]
সিরাতে ইবনে হিশাম ২/১৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم