প্রশ্ন
আমি শুনেছি, বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজীর মাধ্যমে। কথাটি কতটুকু সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদিও মানুষের মাঝে এ কথাটি প্রতিষ্ঠিত রয়েছে যে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজীর মাধ্যমে ১২০৪ খৃস্টাব্দে এদেশে ইসলামের সূচনা হয়। কিন্তু এই ধারণাটি সঠিক নয়। বরং এর আরও ৬০০ বছর পূর্বেই সাহাবায়ে কেরামের মাধ্যমে এদেশে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে। বাংলাদেশের ইসলামি ইতিহাস সম্পর্কিত গ্রন্থাবলি ঘেটে দেখা যায়, রাসূল (সা.) এর সাহাবি আবু ওয়াক্কাস (রা.) ৬২০ খৃস্টাব্দ থেকে ৬২৬ খৃস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন। লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মজেদের আড়া নামক গ্রামে ১৯৮৭ সালে জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর একটি ইটে কালেমা তাইয়্যেবা ও ৬৯ হিজরি লেখা রয়েছে।এ থেকে অনুমান করা হয়, মসজিদটি হিজরি ৬৯ অর্থাৎ ৬৯০ খৃস্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয়। এর দ্বারা বুঝা যায় যে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজীর বাংলাদেশে আসার আগ থেকেই এদেশে ইসলাম প্রচার শুরু হয়ে যায়।
রংপুর জেলার ইতিহাস পৃ: ১২৬; উইকিপিডিয়া
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم