প্রশ্ন
শিয়াদেরকে কি কাফের বলা যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শিয়া সম্প্রদায় বিভিন্ন উপদলে বিভক্ত। এদের কিছু কাফের, আর কিছু কাফের না, তবে গোমরাহ। এদের একটি উপদল হলো তাফযিলিয়্যাহ। এরা আলী (রা.)-কে আবু বকর (রা.), ওমর (রা.), উসমান (রা.)সহ সকল সাহাবায়ে কেরাম থেকে শ্রেষ্ঠ মনে করে। এতটুকু বিশ্বাসের কারণে এরা কাফের হবে না, তবে এরা গোমরাহ। আর কিছু উপদলের বিশ্বাস হলো,
১। সাহাবায়ে কেরাম কাফের
২। কুরআন বিকৃত হয়ে গিয়েছে
৩। ইমামতের আকিদা পোষণ করার মাধ্যমে খতমে নবুওতকে অস্বীকার করা
৪। আলী (রা.), ফাতেমা (রা.) ও হুসাইন (রা.) এর পূজা করা
৫। জিবরাইল (আ.) আমানতের খেয়ানত করেছেন, কারণ নবুওত পাওয়ার কথা ছিল আলী (রা.) এর, রাসূল (সা.) এর নয়।
এ সকল আকিদাপোষণকারী শিয়ারা কাফের।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
مَا کَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنۡ رِّجَالِکُمۡ وَ لٰکِنۡ رَّسُوۡلَ اللّٰہِ وَ خَاتَمَ النَّبِیّٖنَ ؕ وَ کَانَ اللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمًا
‘মুহাম্মাদ তোমাদের কোন পুরুষের পিতা নয়; তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ।’ [সূরা আহযাব, আয়াত: ৪০]
সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্য আয়াতে ইরশাদ হচ্ছে,
رَضِیَ اللّٰہُ عَنۡہُمۡ وَ رَضُوۡا عَنۡہُ ؕ اُولٰٓئِکَ حِزۡبُ اللّٰہِ ؕ اَلَاۤ اِنَّ حِزۡبَ اللّٰہِ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ
‘আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এরাই আল্লাহর দল। জেনে রাখ, নিশ্চয় আল্লাহর দলই সফলকাম।’ [সূরা মুজাদালাহ, আয়াত: ২২]
কুরআন মাজিদ সম্পর্কে আরেক আয়াতে ইরশাদ হচ্ছে,
اِنَّا نَحۡنُ نَزَّلۡنَا الذِّکۡرَ وَ اِنَّا لَہٗ لَحٰفِظُوۡنَ
‘নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি, আর আমিই তার হেফাযতকারী।’ [সূরা হিজর, আয়াত: ৯]
রাসূল (সা.) ইরশাদ করেছেন,
وَأَمَّاوَزِيرَاىَ مِنْ أَهْلِ الأَرْضِ فَأَبُو بَكْرٍ وَعُمَرُ
‘রাসূল (সা.) বলেছেন, আর যমিনবাসীদের মধ্য হতে আমার দু’জন উযীর হলেন আবু বকর ও উমর।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৩৬৮০]
অন্য হাদিসে এসেছে,
وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلاَّ مِلَّةً وَاحِدَةً قَالُوا وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي
‘আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। শুধু একটি দল ছাড়া তাদের সবাই জাহান্নামী হবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! সে দল কোনটি? তিনি বললেন: আমি ও আমার সাহাবীগণ যার উপর প্রতিষ্ঠিত।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২৬৪১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم