প্রশ্ন
আমি শুনেছি, জনৈক ইয়াহূদী রাসূল (সা.) কে জাদু করেছিল। আসলে কি তাই? দলিলসহ জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
লাবীদ ইবনে আ’সাম নামক জনৈক ইয়াহূদী রাসূল (সা.) কে জাদু করেছিল। ফলে রাসূল (সা.) খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা স্বপ্নযোগে তাঁকে জানিয়ে দেন। তখন তিনি যে বস্তু দিয়ে জাদু করা হয়েছিলো, তা উদ্ধার করে নষ্ট করে ফেলেন, ফলে তিনি সুস্থ হয়ে যান।
হাদিসে ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে,
‘আয়েশা (রা,) হতে বর্ণিত। তিনি বলেন, যুরাইক গোত্রের লাবীদ ইবনু আ‘সাম নামক এক ব্যক্তি রাসূল (সা.)-কে যাদু করে। রাসূল (সা.) এর মনে হতো যেন তিনি একটি কাজ করেছেন, অথচ তা তিনি করেননি। একদিন বা একরাত্রি তিনি আমার কাছে ছিলেন। তিনি বার বার দোয়া করতে থাকেন। তারপর তিনি বলেন, হে আয়েশা! তুমি কি বুঝতে পেরেছ যে, আমি আল্লাহর কাছে যা জানতে চেয়েছিলাম, তিনি আমাকে তা জানিয়ে দিয়েছেন। (স্বপ্নে দেখি) আমার নিকট দু’জন লোক আসেন। তাদের একজন আমার মাথার কাছে এবং অপরজন দু’পায়ের কাছে বসেন। একজন তাঁর সঙ্গীকে বলেন, এ লোকটির কী ব্যথা? তিনি বলেন, যাদু করা হয়েছে।
প্রথম জন বলেন, কে যাদু করেছে? দ্বিতীয় জন বলেন, লাবীদ বিন আ’সাম। প্রথম জন জিজ্ঞেস করেন, কিসের মধ্যে? দ্বিতীয় জন উত্তর দেন, চিরুনী, মাথা আঁচড়ানোর সময় উঠা চুল এবং এক পুং খেজুর গাছের জুব-এর মধ্যে। তখন রাসূল (সা.) কয়েকজন সাহাবী সাথে নিয়ে সেখানে যান। পরে ফিরে এসে বলেন, হে আয়েশা! সে কূপের পানি মেহদীর পানির মত লাল এবং তার পাড়ের খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মত। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি এ কথা প্রকাশ করে দিবেন না? তিনি বললেন, আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন, আমি মানুষকে এমন বিষয়ে প্ররোচিত করতে পছন্দ করি না, যাতে অকল্যাণ রয়েছে। তারপর রাসূল (সা.) নির্দেশ দিলে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৭৬৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم