প্রশ্ন
আমি এক সময় আমাদের এলাকার চেয়ারম্যান ছিলাম। তখন আমার দ্বারা বিভিন্ন ভাবে অনেক মানুষের উপর জুলুম হয়ে গেছে। আমার এখন দ্বীনের বুঝ এসেছে। আমি কীভাবে তাদের সাথে করা জুলুম থেকে মুক্তি পেতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কারও উপর জুলুম করা কবীরা গুনাহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ
‘জুলুম কেয়ামতের দিন ঘোর অন্ধকারে পরিণত হবে।’ [সহিহ বুখারি, হাদিস: ২৪৪৭]
একটি হাদিসে কুদসীতে আল্লাহ তাআলা বলেন-
يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا
‘হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি এবং তোমাদের উপরও তা হারাম করে দিয়েছি। সুতরাং তোমরা পরস্পরের উপর জুলুম কর না।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৫৭৭]
আর জুলুম করা যেহেতু বান্দার হক তাই বান্দার সন্তুষ্টি ছাড়া আল্লাহ এর গুনাহ মাফ করেন না।
তাই এখন আপনার করণীয় হলো, আপনি যাদের উপর জুলুম করেছেন তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া। তাদের কোনো আর্থিক ক্ষয়ক্ষতি করে থাকলে সেগুলো পরিশোধ করে দেওয়া। ভবিষ্যতে আর কারও উপর জুলুম করবেন না –এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞা করা এবং আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم