প্রশ্ন
অনেক সময় আমরা একসাথে আমাদের আত্মীয়স্বজনকে দাওয়াত প্রদান করে থাকি। প্রশ্ন হলো, একাধিক মানুষ একসাথে থাকলে কার সামনে আগে খাবার পরিবেশন করব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি একাধিক মানুষ একসাথে উপস্থিত থাকে তাহলে যিনি ইলম, বয়স ইত্যাদি দিক থেকে বড় তার সামনে আগে খাবার পরিবেশন করবে।
আর যদি উপস্থিত সকলে বয়স, ইলমের দিক থেকে কাছাকাছি হয় তাহলে স্বাভাবিকভাবে ডান দিক থেকে খাবার পরিবেশন করবে।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) সকল ভালো কাজ ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন।
عَن أَبي هُرَيرَةَ رضي الله عنه: أنَّ رَسُولَ اللهِ ﷺ، قَالَ: إِذَا لَبِسْتُمْ، وَإِذَا تَوَضَّأتُمْ، فَابْدَأُوا بِأَيَامِنِكُمْ
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা কাপড় পরিধান করার সময় ও অজু করার সময় তোমাদের ডান দিক থেকে আরম্ভ কর। [সুনানে আবু দাউদ, হাদিস: ৪১৪১, সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪০২]
মিন আদাবিল ইসলাম পৃ. ৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم