প্রশ্ন
কেউ যদি সফরে বের হতে চায় তাহলে কোন সময় বের হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সফর মানুষের জীবনের স্বাভাবিক একটি প্রয়োজন। বিভিন্ন প্রয়োজনে মানুষের বিভিন্ন স্থানে সফরের প্রয়োজন হয়। তাই যার যখন সফর করা জরুরি হয়ে পড়ে সে সময় সে সফর করতে পারবে।
তবে দিনের শুরুতে এবং ভোর রাতের দিকে সফর করা উত্তম। কারণ তখন আবহাওয়া ও পরিবেশ ঠাণ্ডা থাকে। তাই সফরেও আরাম হয়।
হাদিস শরিফে এসেছে, ছাখার ইবনে আদাআহ গামেদী (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) বলেন-
اَللهم بَارِكْ ِلأُمَّتِي فِيْ بُكُوْرِهَا. وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشَاً بَعَثَهُمْ مِنْ أوَّلِ النَّهَارِ. وَكَانَ صَخْرٌ تَاجِراً، وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ أوَّلَ النَّهَار، فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ،
‘হে আল্লাহ! তুমি আমার উম্মতের জন্য তাদের সকালে বরকত দাও। আর তিনি যখন ছোট-বড় কোনো অভিযানে সৈন্যবাহিনী পাঠাতেন, তখন তাদেরকে সকালে পাঠাতেন। আর ছাখার ব্যবসায়ী ছিলেন। সুতরাং তিনি তার ব্যবসার পণ্য সকালেই প্রেরণ করতেন। ফলে তিনি (এর বরকতে) ধনী হয়ে গিয়েছিলেন এবং তার প্রচুর সম্পদ হয়েছিল’। [সুনানে আবু দাউদ, হাদিস: ২৬০৬]
অন্য হাদিস এসেছে, রাসূল (সা.) বলেছেন-
عَلَيْكُمْ بِالدُّلْجَةِ فَإِنَّ الأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ
‘তোমাদের ফজরের পূর্বে অন্ধকার অবস্থায় সফর করা উচিৎ। কেননা রাতের বেলা যমীন সংকুচিত হয়’। [সুনানে আবু দাউদ, হাদিস:২৫৭১; মুসনাদে আহমাদ, হাদিস: ১৫১৫৭।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم