প্রশ্ন
আমি অবসরে কবিতা লিখি। সুযোগ পেলে আবৃত্তিও করি। ইসলাম কি আমার এ কাজকে সমর্থন করে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলাম স্বভাবধর্ম। তাই মানুষের স্বভাবের যা কিছু মন্দ বা খারাপ নয় ইসলাম সেগুলোকে নিষেধ করে না। এ কারণে ফুকাহায়ে কেরাম বলেন: কিছু শর্ত সাপেক্ষে ইসলামে কবিতা আবৃত্তি ও রচনা করা বৈধ। শর্তগুলো হলো:
১। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত না করা
২। আল্লাহর স্মরণ থেকে বিরত না রাখা
৩। কারো নিন্দা ও অবমাননা না করা
৪। অশ্লীল ও অশ্লীলতার প্রেরণাদায়ক না হওয়া
উল্লিখিত শর্তগুলো পাওয়া গেলে কবিতা রচনা বা আবৃত্তি করতে কোনো অসুবিধা নেই।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ ۞ أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ ۞ وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ ۞ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانْتَصَرُوا مِنْ بَعْدِ مَا ظُلِمُوا
‘আর বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে। তুমি কি লক্ষ্য করো নি যে, তারা প্রত্যেক উপত্যকায় উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়? আর নিশ্চয় তারা এমন কথা বলে, যা তারা করে না। কিন্তু তারা ব্যতীত, যারা ঈমান আনে ও সৎকার্য করে এবং আল্লাহকে বার বার স্মরণ করে ও অত্যাচারিত হবার পর প্রতিশোধ গ্রহণ করে।’[সূরা শুআরা, আয়াত: ২২৪-২২৭]
সাহাবায়ে কেরামের মধ্যে কয়েক জন সাহাবি কবি হিসেবে খেতাবও লাভ করেছেন। এদের মধ্যে প্রসি্দ্ধ একজন কবি হলেন হাসসান ইবনে সাবেত (রা.)। যাকে ‘শাইরুর রাসূল’ বা রাসূলের কবি বলা হয়।
হাদিস শরিফেও কিছু কিছু কবিতার কথা উল্লেখ রয়েছে। যেমন-
عَنْ حُمَيْدٍ قَالَ سَمِعْتُ أَنَسًا يَقُوْلُ كَانَتْ الأَنْصَارُ يَوْمَ الْخَنْدَقِ تَقُوْلُ
نَحْنُ الَّذِيْنَ بَايَعُوْا مُحَمَّــدَا * عَلَى الْجِهَادِ مَا حَيِيْنَا أَبَـدَا
فَأَجَابَهُمْ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ
اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشُ الْآخِرَهْ * فَأَكْرِمْ الأَنْصَارَ وَالْمُهَاجِـرَهْ
‘আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আনসারগণ খন্দকের যুদ্ধের দিন আবৃত্তি করছিলেন: ‘‘আমরাই হচ্ছি সে সকল ব্যক্তি, যারা মুহাম্মাদের হাতে জিহাদ করার উপর বায়আত গ্রহণ করেছি, যতদিন আমরা বেঁচে থাকব।’’
তখন আল্লাহর রাসূল (সা.) এর উত্তর দিয়ে বললেন, ‘‘হে আল্লাহ! পরকালের সুখ হচ্ছে প্রকৃত সুখ; তাই তুমি আনসার ও মুহাজিরদেরকে সম্মানিত কর।’’ [সহিহ বুখারি, হাদিস: ২৯৬১]
মাআরিফুল কুরআন পৃ: ৯৮৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم