প্রশ্ন
অনেককে দেখা যায় কবরকে অনেক উঁচু করতে। আমার জানার বিষয় হলো, এভাবে কবরকে উঁচু করা কি বৈধ? এ ব্যাপারে ইসলাম কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামি শরিয়তে কবর অত্যাধিক উঁচু করা নিষিদ্ধ। জাহেলি যুগে এমনটি করা হত। তাই হাদিস শরিফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। রাসূল (সা.) আলী (রা.) কে সকল উঁচু কবর সমতল করে দিতে বলেছিলেন। তবে সামান্য উঁচু করতে সমস্যা নেই, যেন অন্যান্য স্থান থেকে তা পৃথক করা যায়।
হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ قَالَ: قَالَ لِي عَلِيٌّ: أَلَا أَبْعَثُكَ عَلى مَا بَعَثَنِىْ عَلَيْهِ رَسُولُ اللّهِ ﷺ: أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَه وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَه
‘আবুল হাইয়্যাজ আল আসাদী (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আলী (রা.) আমাকে বলেছেন, আমি কি তোমাকে এমন একটি কাজের জন্য পাঠাব না, যে কাজের জন্য রাসূল (সা.) আমাকে পাঠিয়েছিলেন? তা হলো, যখন তোমার চোখে কোনো মূর্তি পড়বে তা একেবারে নিশ্চিহ্ন না করে ছাড়বে না। আর উঁচু কোন কবর দেখলে তা সমতল না করে রাখবে না।’ [সহিহ মুসলিম, হাদিস: ৯৬৯; সুনানে আবু দাউদ, হাদিস: ৩২১৮; মুসনাদে আহমাদ, হাদিস: ৭৪১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم